রোববার (৭ মে) রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাত ১০টার দিকে শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে দুর্ঘটনায় ছেলে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুল আলম (৬৫) মারা যান।
সামছুল বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাগুর দুয়ার আকন্দপাড়ার বাসিন্দা। তিনি ঢাকার মিরপুর-১০ বেনারশি পল্লী এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।
টিএসআই আশুতোষ জানান, বিকেলে বগুড়া থেকে মহাস্থানের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রাক চারমাথা এলাকায় পৌঁছায়। এসময় অটোরিকশাটি মহাসড়ক পার হতে গেলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামছুল মারা যান। এসময় আহত হন তার সঙ্গে থাকা মা আফিয়া বিবি (৮৫) ও বোন মমতা বেগম (৫০)। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফিয়া মারা যান।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন বলে জানান টিএসআই আশুতোষ।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমবিএইচ/আরবি/