ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিপুন (২৬) ও হাফিজ (৩০) নামে দু’জন নিহত হয়েছেন।
রোববার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিয়াজ আহম্মেদ বাংলানিউজকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের দু’দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো।
রাতে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দু’জন যাত্রী ঘটনাস্থালেই মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।