রোববার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর দক্ষিণ তালপট্টি এলাকার একটি ময়লার স্তুপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাওন নওগাঁ জেলার আত্রাই থানার তাত্তিপুর গ্রামের মো রহিম খানের ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় স্থানীয়রা তালপট্টি এলাকার একটি ময়লার স্তুপের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে শাওনের মৃত্যু হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরবি/