ঢাকা: ঢাকার সাভারের আশুলিয়া থেকে ইমরান ও রফিক নামে জেএমবির দুই সদস্যকে আটক করেছে র্যাব। এরা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির রাসায়নিক সরবরাহ করতেন। তাদের কাছ থেকে বিপুল বিস্ফোরক ও আইইডি তৈরির সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে।
তাদের গ্রেফতারের বিষয়টি সোমবার (৮ মে) সকালে বাংলানিউজকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি আরও জানান, ইমরান ও রফিককে গ্রেফতারের বিষয়ে দুপুর ১২টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসজেএ/এইচএ/
** মতিঝিলে আনসারুল্লাহর ৪ সদস্য গ্রেফতার
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।