ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

লেবুতলার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, মে ৮, ২০১৭
লেবুতলার জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ লেবুতলার এই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। 

সোমবার (৮ মে) সকালে সরেজমিন দেখা যায়, যে কোনো সময় অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বাড়ি থেকে রোববার আটটি বোমা, একটি নাইন এমএম পিস্তলসহ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামীম হোসেন বাড়ির মালিক মৃত শরাফত হোসেনের ছেলে।  

পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ জানান, রাতে মহেশপুরের বজরাপুরের হঠাৎপাড়ায় অপারেশন সাবটাইল স্পিল্ট শেষ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আবারো অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।