ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঈছাপুরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে রাজউক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
ঈছাপুরায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে রাজউক ঈছাপুরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযান। ছবি:বাংলানিউজ

ঢাকা: ঈছাপুরা ও পূর্বাচলের আশপাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বালু নদীর পাড়ে ওই এলাকায় এর আগেও কয়েক দফা উচ্ছেদ প্রচেষ্টা চালানো হলেও প্রভাবশালীদের কারণে ব্যর্থ হয়। সোমবার (৮ মে) সকালে সেখানে ফের শুরু হয় রাজউকের অভিযান।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নীলা মার্কেটসহ বেশ ক’টি পাকা স্থাপনা গুঁড়িযে দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

ঈছাপুরার এই নীলা মার্কেকে উচ্ছেদ চলছে রাজউকের।

কার্যত বালু নদীর ওপারে রাজউকের পূর্বাচল প্রকল্প শুরুর পর থেকেই এর আশপাশ ও ঈছাপুরা এলাকায় অবৈধ স্থাপনা তৈরির হিড়িক পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নোটিসের তোয়াক্কা না করে একের পর এক পাকা দালানও তোলা হয়। ওই সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে এবার তাই কোমর কষেই মাঠে নামলো রাজউক।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মে ৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।