সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আবুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়।
তার ছেলে কাজল বাংলানিউজকে জানান, ভোরে মাছ কিনে ঝুড়ি মাথায় করে যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস আবুলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এজেডএস/এএটি/এইচএ/