সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইল্লাছড়ি এলাকা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
মহিনি মাটিরাঙ্গার দুর্গম দলদলি এলাকার সুমন ত্রিপুরার স্ত্রী।
তার স্বজনরা জানান, ভোর ৬টার দিকে মহিনি পাহাড়ের নিচে ঝরনা থেকে পানি সংগ্রহ করতে যান। কিছুক্ষণ পর ছেলে শোকেজ ত্রিপুরা কাপড় ধোয়ার জন্য নিচে গেলে মায়ের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে সবাইকে ডাকেন। পরে পরিবার থেকে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইরুল হক বাংলানিউজকে জানান, মরদেহটির গলা-শরীর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এএটি/এইচএ/