ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

কু‌ড়িগ্রা‌মে যুব‌কের মর‌দেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, মে ৮, ২০১৭
কু‌ড়িগ্রা‌মে যুব‌কের মর‌দেহ উদ্ধার

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার কাঠালবাড়ীর নেফারদরগা এলাকা থেকে জা‌হের আলী (৩২) না‌মে এক যুব‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

‌সোমবার (৮ মে) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে মর‌দেহটি উদ্ধার করা হয়। জা‌হের আলী সদ‌রের বেলগাছা ইউনিয়‌নের প‌শ্চিম কল্যাণ গ্রা‌মের বা‌সিন্দা।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালবাড়ী ইউনিয়‌নের নেফারদরগা মা‌ঠেরপাড় এলাকার প‌রিত্যক্ত জ‌মিতে মর‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেন স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে সকাল সা‌ড়ে ৯টায় মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য কু‌ড়িগ্রাম হাসপাতাল ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

কু‌ড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী বাংলা‌নিউজ‌কে জানান,  ধারণা করা হ‌চ্ছে রা‌তের যে‌কোনো সময় শ্বাস‌রোধ ক‌রে হত্যা ক‌রে মর‌দেহ ফে‌লে রাখা হ‌য়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।