সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে তজুমদ্দিন উপজেলা সদরের ডিগ্রি কলেজ গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ উপজেলার আড়ালিয়া গ্রামের ছাদেক বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল বাংলানিউজকে জানান, সকালে কলেজ গেটের কাছে ট্রলি থেকে বালু আনলোড করছিলেন মিরাজ। এ সময় ট্রলিটি উল্টে গেলে তিনি এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই