ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, মে ৮, ২০১৭
কলারোয়ায় ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ছোট ভাই রসুলের বাঁশের আঘাতে সোহাগ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ মে) ভোরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আরিচা ফেরিঘাটে মৃত্যু হয় তার। এর আগে রোববার সকালে ছোট ভাইয়ের বাঁশের আঘাতে আহত হন তিনি।

রসুল ও সোহাগ হোসেন উপজেলার যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, রোববার (৭ মে) সকালে বাঁশে কঞ্জি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন তার ছোট ভাই। এতে আহত হলে সোহাগকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় যশোর কুইন্স হাসপাতালে নেয়া হয় তাকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সোমবার ভোরে মৃত্যু হয় তার।  

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।