ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রিনা রহমানের হস্তশিল্পের একক প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, মে ৮, ২০১৭
রিনা রহমানের হস্তশিল্পের একক প্রদর্শনী রিনা রহমানের হস্তশিল্পের একক প্রদর্শনী

ঢাকা: রাজধানীতে চলছে শিল্পী রিনা রহমানের দিনব্যাপী একক ইকেবানা (ফুল সাজানো), ড্রাই ফ্লাওয়ার ও হস্তশিল্প প্রদর্শনী। সোমবার (০৮ মে) রাজধানীর নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, ফুল দেহ ও মনকে প্রাণবন্ত করে তোলে।

বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষের মাঝে পুষ্পপ্রীতি জাগ্রত করতে এ ধরনের প্রদর্শনীকে উৎসাহ দেওয়া উচিত।

শিল্পী রিনা রহমান বলেন, ঘরের মধ্যে কোনঠাসা না হয়ে প্রত্যেকের উচিত কোনো না কোনো কাজে সম্পৃক্ত থাকা। এতে নিজের ও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সহায়ক হবে।

তিনি আরও বলেন, এটা একটি নতুন পক্রিয়া। এর মাধ্যমে নিজের সৃষ্টিশীলতার প্রকাশ ঘটবে, পাশাপাশি অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়া সম্ভব হবে। তাই এ ধরনের প্রচেষ্টাকে  পৃষ্ঠপোষকতা দেওয়া সময়ের দাবি।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।