ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৮শ’ গ্রাম সোনাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, মে ৮, ২০১৭
শাহজালালে ৮শ’ গ্রাম সোনাসহ যাত্রী আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জহিরুল ইসলাম (৩২) নামে এক যাত্রীর কাছ থেকে আটশ’ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

সিঙ্গাপুর থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে সোনাগুলো উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দর ইউনিট।

সোমবার (০৮ মে) এ তথ্য বাংলানিউজকে জানান ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. আল আমিন।

তিনি জানান, সকালে সিঙ্গাপুর থেকে শাহজালালে অবতরণ করা একটি ফ্লাইট থেকে নামেন জহিরুল। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জহিরুলের গতিবিধি কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একশ’ গ্রাম সোনার গহনা বের করে দেন।

কিন্তু গোপন সংবাদ থাকায় তাকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে শরীরে আরো সোনার অস্তিত্ব পান কাস্টমস কর্মকর্তারা। পরে তার শরীর থেকে সবমিলিয়ে আটশ’ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪০ লাখ টাকার বেশি।

এ ঘটনায় জহিরুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হবে বলেও জানান সহকারী কমিশনার মো. আল আমিন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসেজ/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।