এই আস্তানায় থাকা সাতটি গ্রেনেড ও একটি বোমা নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা। এখান থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম।
সোমবার (৮ মে) বেলা সাড়ে ১২টার পর অভিযান সমাপ্ত ঘোষণা করেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট।
এদিকে, রোববার জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ওই দিন সেখান থেকে আটটি বোমা, একটি নাইন এমএম পিস্তলসহ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম হোসেন বাড়ির মালিক মৃত শরাফত হোসেনের ছেলে। পরদিন সিসিটিসি সেখানে অভিযান চালায়।
পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ জানান, রাতে মহেশপুরের বজরাপুরের হঠাৎপাড়ায় অপারেশন সাবটাইল স্পিল্ট শেষ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আবারো অভিযান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই