সোমবার (০৮ মে) দুপুরে শহরের একটি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
উপস্থিত ছিলেন ফেনীর সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক আমিন উল আহসান বলেন, ‘সব দিক দিয়েই ফেনী একটি সমৃদ্ধ জনপদ। এ জনপদের মানুষের হৃদ্যতা মুগ্ধ হওয়ার মতো। অল্প সময়ের মধ্যে ফেনীর মানুষ আমাকে আপন করে নিয়েছেন। আমি এ জেলার মানুষদের কখনোই ভুলতে পারবো না’।
সম্প্রতি মো. আমিন উল আহসানকে খুলনার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসএইচডি/আরআইএস/এএসআর