সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (০৮ মে) দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
এসময় তিনি বলেন, রবীন্দ্রনাথ বাঙালির জীবন ও সাহিত্যে প্রবলভাবে বিচরণ করছেন এবং করবেন।
সাহিত্যের যে শাখাতেই তিনি হাত রেখেছেন, সেখানেই সোনা ফলেছে।
বাউল গানের মধ্যে, বাউল সম্প্রদায়ের মধ্যে রবীন্দ্রনাথ সন্ধান পেয়েছিলেন মানবধর্মের সুর উল্লেখ করে হানিফ বলেন, লালন ফকিরের মতো লৌকিক প্রতিভাকে রবীন্দ্রনাথ আবিষ্কার করেছিলেন।
এছাড়াও লালনের শিষ্য গগন হরকরার গান, ‘আমার মনের মানুষ যে-রে, কোথায় পাবো তারে,’ যে সুরে রচিত, ‘আমার সোনার বাংলা’ গানটিও সেই সুরে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমার সোনার বাংলা’ গানটি রচনা করেছেন বাউল সুর দিয়ে।
জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রহমান ও রবীন্দ্র সম্মিলন পরিষদের জেলা শাখার সভাপতি কবি আলম আরা জুই, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, লালন একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরএ