সোমবার (০৮ মে) বেলা ১১টার দিকে মহালছড়ি সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্বে করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মহালছড়ির সমন্বয়ক শাহাদাৎ হোসেন।
এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা আব্দুল মজিদ, রাঙ্গামাটির জেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন, নিহত সাদিকুলের বড় ভাই রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাদিকুলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১০ এপ্রিল সন্ধ্যায় মহালছড়ি বাসস্টেশন থেকে সাদিকুল ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে যাত্রী নিয়ে রাঙ্গামাটির ঘিলাছড়ির উদ্দেশ্যে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনদিন পর বিকেলে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় মাটি চাপা অবস্থায় সাদিকুলের মরদেহ উদ্ধার করা হয়।
তার হত্যার বিচারের দাবিতে মিছিল, হরতাল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় মহালছড়ি থানায় নিহতের বড় ভাই রফিকুল হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৮, ২০১৭
আরআর/জেডএস