সোমবার (৮ মে) দুপুরে সাভারে দক্ষিণ দরিয়ারপুর এলাকায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমান।
এ ভবনের নির্মাণ ব্যয় এক কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৯শ ৭৫ টাকা।
ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের অংশ হিসেবে সাভার উপজেলায় শিল্পকলা একাডেমি, মুক্তমঞ্চ ও প্রশিক্ষণ ভবন নির্মাণ হবে। এটা সাভারবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার।
এ সময় তিনি দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
জিপি/এএ