ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে শিল্পকলা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ৮, ২০১৭
সাভারে শিল্পকলা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন সাভারে শিল্পকলা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

সাভার (ঢাকা): সাভারের সংস্কৃতিপ্রেমীদের জন্য নির্মিত হচ্ছে শিল্পকলা ভবন। সরকারের প্রকল্পের আওতায় শিল্পকলা একাডেমি, মুক্তমঞ্চ ও প্রশিক্ষণ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৮ মে) দুপুরে সাভারে দক্ষিণ দরিয়ারপুর এলাকায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমান।

এ ভবনের নির্মাণ ব্যয় এক কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ৯শ ৭৫ টাকা।

মেসার্স হানিফ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের অংশ হিসেবে সাভার উপজেলায় শিল্পকলা একাডেমি, মুক্তমঞ্চ ও প্রশিক্ষণ ভবন নির্মাণ হবে। এটা সাভারবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার।

এ সময় তিনি দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ০৮, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।