ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

প্লট পাবেন এমপিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মে ৮, ২০১৭
প্লট পাবেন এমপিরা

সংসদ ভবন থেকে: যেসব সংসদ সদস্যদের নিজ নামে বা পরিবারের কোনো সদস্যের নামে ঢাকা শহরে ফ্ল্যাট বা প্লট নেই তাদের প্লট দেওয়ার কথা জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সোমবার (০৮ মে) বিকেলে দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী জানান, যাদের ঢাকায় নিজ নামে বা পরিবারের নামে কোনো প্লট বা ফ্ল্যাট নেই ভবিষতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজউক কোনো আবাসন প্রকল্প নিলে অগ্রাধিকারভিত্তিতে অনুমোদিত নীতিমালা অনুযায়ী তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে।

ফজিলাতুন নেসা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানী ঢাকার পাশ্ববর্তী এলাকায় পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নতুন শহর সৃষ্টি করা হবে। এজন্য বসিলায় ১৬ দশমিক ৫০ একর জমিতে ১৪১টি প্লট উন্নয়ন ও  জেনেভা ক্যাম্পে বসবাসকারী বিহারিদের পুনর্বাসনের জন্য ৪৫ একর জমিতে ১৪ তলা বিশিষ্ট ৫৮টি ভবনে ৬ হাজার ৩২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন। প্রকল্প অনুমোদিত হলে জমি অধিগ্রহণ করা হবে।

** ২০১৮ সালের মধ্যে ভিক্ষুকমুক্ত হবে দেশ

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।