এ সময় আটকদের কাছ থেকে মোবাইল, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে।
আটক মাদক বিক্রেতারা হলেন- আশিক হোসেন খান (২০), শাহ আলম (৩১), সিদ্দিক হাওলাদার (২৮), মামুন হাওলাদার (২২) ও রবিউল ইসলাম (২৩)।
মঙ্গলবার (০৯ মে) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরের পলিটেকনিক রোডস্থ মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার (জেনারেল ক্রাইম) নাসির উদ্দিন মল্লিক জানান, ০৮ মে (সোমবার) রাতে তার উপস্থিতিতে পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, এসএম মাহাবুব আলম ও উপ-পরিদর্শক তানজিল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানে হয়।
অভিযানে ফকিরবাড়ী রোডস্থ রাখাল বাবুর পুকুর সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকে আশিক হোসেন খান নামে এক মাদক বিক্রেতাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য মতে, মাদক বিক্রেতা শাহ আলমের বাসায় অভিযান চালিয়ে মাদক বিক্রির এক লক্ষ ৮০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। পাশাপাশি শাহ আলম ও তার সহযোগী সিদ্দিক হাওলাদারকেও আটক করা হয়।
শাহ আলমের দেওয়া তথ্য মতে, কোতয়ালি মডেল থানাধীন হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ৯৯ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা ট্যাবলেন ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর দিকে, রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলালুজ্জামানের নেতৃত্বে কোতয়ালি মডেল থানাধীন হাটখোলার হকার্স মার্কেটের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মামুন হাওলাদার ও কাউনিয়া থানাধীন বিসিক এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ রবিউল ইসলামকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএস/জিপি/জেডএম