ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৯, ২০১৭
সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে সাইফুল (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার মঙ্গলকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বড় ভ‍াই ডালিম মিয়ার (২৭) সঙ্গে বাড়ির পাশের সবজি ক্ষেতে কাজ করছিল সাইফুল।

এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ডালিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
 
এদিকে, সদর উপজেলার সোনাপুর গ্রামে জামেনা বেগম (৪২) নামে এক নারী বজ্রপাতে আহত হয়েছেন। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
 
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।