ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ৯, ২০১৭
ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহে স্কুলে খেলার সময় বজ্রপাতে মাহমুদুল হাসান তামিম (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) দুপুর সোয়া ২টার দিকে জেলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। তামিম ওই স্কুলের নবম শ্রেণির দিবা শাখার ছাত্র বলে জানা গেছে।

জেলা স্কুলের সহকারী শিক্ষক শাহ মাসুম বাংলানিউজকে জানান, স্কুল মাঠে খেলা করতে গিয়ে বজ্রপাতে আহত হয় তামিম। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জানা যায়, দুপুরে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী মাঠে ফুটবল খেলছিল। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএএএম/ওএইচ/আইএ

**
ময়মনসিংহে বজ্রপাতে স্কুলছাত্র আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।