তিনি বলেন, মনে রাখতে হবে, দুর্নীতিবাজরা দেশ ও সমাজের শত্রু। যারা দুর্নীতি করে দেশের সম্পদ নষ্ট করবে তাদের জন্য কোনো কারাগার খালি থাকবে না।
মঙ্গলবার (০৯ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের ফলোআপ গণশুনানিতে দুদক কমিশনার এ মন্তব্য করেন।
অনুষ্ঠানটির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ড. নাসিরউদ্দিন বলেন, জনগণের ক্ষমতা এখন বেড়েছে। অন্যদিকে সরকারি অফিসে দুর্নীতি যে হয়না তাও বলা যাবে না। তবে আগের চেয়ে দুর্নীতি অনেকাংশে কমে গেছে। এজন্য দেশের আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। দুর্নীতিরোধে দুদক যেকোনো সময় যেকোনো অফিসে হানা দেবে। আর তখন দুর্নীতিবাজরা বুঝতে পারবে দুদক কি?
‘কোনো দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আটক করে জেলে পাঠানো হবে। দেশের কোনো কারাগার খালি থাকবে না। ’
দুদক কমিশনার আরও বলেন, আজ ১ বছর ৯ মাস পর সাভার উপজেলায় দুদকের ফলোআপ গণশুনানিতে দেখা গেছে ৪৫ শতাংশ দুর্নীতি কমে গেছে। আগের গণশুনানিতে সাভার ভূমি অফিস, আশুলিয়া ভূমি অফিস, আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষার উপর গণশুনানি হয়। যেখানে দুর্নীতির চিত্রের কোনো শেষ ছিলো না। কিন্তু এখন দেখা যাচ্ছে দুর্নীতির মাত্রা অনেক কমে গেছে। বোঝা যাচ্ছে, দুদকের কাজের সফলতা পাওয়া গেছে।
দুর্নীতিবাজদের বাড়িতে পাঠানো হবে জানিয়ে দুদক কমিশনার আরও বলেন, দেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু সেই দেশ দুর্নীতিবাজরা দুর্নীতি করে ধ্বংস করে দেবে তা হতে পারে না। যারা দুর্নীতি করে তারা জানে তারা দুর্নীতিগ্রস্ত। কাজেই আপনারা দুর্নীতি না ছাড়তে পারলে বাড়িতে চলে যান। সরকারি চাকরি করবেন জনগণের টাকায় আয়েশি জীবনযাপন করবেন, আর জনগণকে সেবা দেবেন না সেটা হবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের ঢাকা বিভাগের পরিচালক নাসিম আনোয়ার, সাভার উপজেলা শিক্ষা অফিসার, ভূমি অফিসার, স্বাস্থ্য অফিসার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসজে/জেডএস