ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ববিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মে ৯, ২০১৭
 ববিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ববিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-ছবি:বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ অনুষ্ঠান হয়।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে উপাচার্য সবাইকে এ অগ্রযাত্রায় সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকমণ্ডলী, ছাত্র উপদেষ্টা, বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের কৃতী শিক্ষার্থী এবং আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭’র চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে সন্ধ্যা ৬টায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।