ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় বজ্রপাতে দু’জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মে ৯, ২০১৭
দামুড়হুদায় বজ্রপাতে দু’জনের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর ও কানাইডাঙ্গা গ্রামে বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-কুতুবপুর গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুস সামাদ আলী (২৬) ও কানাইডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল মালেক (৭)।

আব্দুল মালেক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে কুতুবপুর গ্রামের মাঠে ধান কাটছিলেন আব্দুস সামাদ আলী। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

অপরদিকে, একই সময় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায় কানাইডাঙ্গা গ্রামের আব্দুল মালেক।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।