মঙ্গলবার (৯ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুতুবপুর গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুস সামাদ আলী (২৬) ও কানাইডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল মালেক (৭)।
স্থানীয়রা জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে কুতুবপুর গ্রামের মাঠে ধান কাটছিলেন আব্দুস সামাদ আলী। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, একই সময় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায় কানাইডাঙ্গা গ্রামের আব্দুল মালেক।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসআই