নিহতরা হলেন- মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামের সুবেদা বেগম (৩০) ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট মনোহরদী গ্রামের জামির হোসেন (৪২)।
মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে বজ্রপাতে এ দু’জনের মৃত্যু হয়।
জানা যায়, মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী সুবেদা বেগম দুপুর ১২টার দিকে বাড়ির সামনের বসে কাজ করছিলেন। এ সময় হালকা ঝড় ও বৃষ্টি হচ্ছিলো। ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট মনোহরদী গ্রামে আফাজ উদ্দিনের ছেলে জামির হোসেন (৪২) বাড়ির কাছে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।
এছাড়া বিশনন্দী গ্রামের ইসহাক মিয়ার স্ত্রী ফাতেমা (৪০) বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ হোসেন খান বাংলানিউজকে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
জিপি/এএ