দণ্ডপ্রাপ্তরা হলেন- কল্যাণ কলস এলাকার জিয়া মোল্লার ছেলে খুচরা মাছ ব্যবসায়ী অমিত মোল্লা (১৬) ও সদর উপজেলার খলিসাখালী গ্রামের খলিল মোল্লার ছেলে রতন মোল্লা (২০)।
মঙ্গলবার (৯ মে) সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাকাহীদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই মাছসহ তাদের আটক করা হয়।
পরে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে জব্দ করা মাছগুলোকে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমএস/জিপি/এএ