ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘আপনারা এসেছেন গণভবনের মাটি ধন্য’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ৯, ২০১৭
‘আপনারা এসেছেন গণভবনের মাটি ধন্য’ মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ছবি-পিআইডি

ঢাকা: বৌদ্ধ ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদেরই দেশ, আপনাদেরই মাটি। ধর্ম পালন করবেন, মর্যাদা নিয়ে চলবেন। কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন নয়। আমরা সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই।

মঙ্গলবার (০৯ মে) বিকেলে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বুধবার (১০ মে) বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়, এতে উপস্থিত হন বৌদ্ধ ধর্মের গুরুসহ বিশিষ্টজনেরা।

শেখ হাসিনা বলেন, গণভবনের এই মাটি ধন্য সুদূর পর্বত্য চট্টগ্রাম থেকে এসেছেন, অনেক দূর দূর থেকে সবাই এসেছেন। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, এখানে আপনাদেরও অবদান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের মানুষ যতটুকু পাচ্ছে আওয়ামী লীগ সরকার আসার পরই পাচ্ছে। বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। সবসময় মাথা উঁচু করেই চলবো, এটাই আমাদের লক্ষ্য। লুটেরা-দুর্নীতিবাজ-সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টিকারীদের এই মাটিতে স্থান হবে না।

এ সময় তার সরকারের নেওয়া নানামাত্রিক পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ধর্ম-বর্ণ এক হয়ে কাজ করতে হবে। সব অশুভ শক্তিকে রুখে দিতে হবে। দেশকে এগিয়ে নিতে চাই শান্তিপূর্ণ পরিবেশ। সব ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব।

‘‘ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে সবাই মিলে উৎসব আয়োজন করি, সবার মধ্যে ভ্রাতৃত্ব থাকতে হবে। এদেশ আমাদের, মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। কাধে কাধ মিলিয়ে গড়ে তুলবো। সব ধর্মের মূলমন্ত্র একই। সংঘাত, হিংসা, বিদ্বেষ পরিহার করতে বলে গেছেন বুদ্ধ,’’ যোগ করেন শেখ হাসিনা।

সবাই যেন নিজ যোগ্যতা অনুযায়ী কাজ পায় সে বিষয়ে সরকার সচেষ্ট বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথেরো, উপ সংঘরাজ সত্যপ্রিয় মহাথেরো, পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের সভাপতি প্রজ্ঞানন্দ মহাথেরো, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব উত্তম কুমার বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দয়াল কুমার বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৯, ২০১৭/আপডেট ১৮৩৬ ঘণ্টা
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।