ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ৯, ২০১৭
শবে বরাতে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ ছবি-প্রতীকী

ঢাকা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবে বরাত পালনে রাজধানীতে আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (০৯ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাতে শবে বরাত পালিত হবে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিনটি পালনে ওইদিন সন্ধ্যা ৬টা থেকে পরেরদিন শুক্রবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মে ০৯, ২০১৭
পিআর/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।