খুলনা বিভাগের মধ্যেই রয়েছে একটি উপজেলা। সেটি হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা।
দেশের সর্ব দক্ষিণ পশ্চিমে অবস্থিত উপজেলা শ্যামনগর। এটির আয়তন ১৯৬৮.২৪ বর্গ কি.মি.। অপরদিকে দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তের ছোট্ট একটি জেলা মেহেরপুর। যার আয়তন ৭১৬.০৮ বর্গ কি.মি.। আয়তনে ছোট হলেও প্রায় দু’হাজার বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর মেহেরপুর।
প্রাচীন আমল থেকে শুরু করে বিভিন্ন সময়ে এ অঞ্চলে গড়ে উঠেছে নানা স্থাপনা। এসব স্থাপনার মধ্যে রয়েছে মুজিবনগর স্মৃতিসৌধ। যুদ্ধ শুরুর আগে মেহেরপুর সদর থানার (বর্তমানে মুজিবনগর থানা) বৈদ্যনাথতলার গ্রামে বাংলাদেশের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকার শপথ গ্রহণের স্থানে নির্মিত স্মৃতিসৌধ। এছাড়া রয়েছে মুজিবনগর আম্রকানন। যুদ্ধ শুরুর আগে মেহেরপুর সদর থানার (বর্তমানে মুজিবনগর থানা) বৈদ্যনাথতলার এ আম্রকাননেই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন।
এছাড়া মেহেরপুরে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভিত্তি পাট বীজ খামার, মেহেরপুর শহরের বলরাম হাড়ি সম্প্রদায়, কুতুবপুরের ধর্ম যাজক কুতুবপুর স্বামী নিগামনন্দ, মেহেরপুর বিসিক শিল্পনগরী, মেহেরপুর সরকারি ডিগ্রি কলেজ, মেহেরপুর পৌরসভা, আমঝুপি নীল কুঠি, আমঝুপি তৈল বীজ খামার, বারাদী বীজ খামার, টেঙার মাঠ যেখানে এক সময় সবাই চোর ছিলো, এখন সবাই ভালো, গাংনীর ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠির ডিসির ইকো পার্ক, ষোলটাকা মৎস্য গ্রাম, ভৈরব নদ, মেহেরপুর সরকারি মৎস্য খামার। মেহেরপুর জেলার রয়েছে অনেক আমের বাগান। আমের মৌসুমে গাছে গাছে ঝুলতে দেখা যায় কাঁচা-পাকা আম। মেহেরপুর যেন আমের আরেক রাজধানী। রয়েছে গোলাপ বাগান।
মেহেরপুরের বুকে ছড়িয়ে আছে আমঝুপি নীলকুঠি। নীল চাষ ও নীলকরদের দীর্ঘ ইতিহাস। এরকম অসংখ্য ঐতিহাসিক নিদর্শন মেহেরপুর জেলাকে করেছে সমৃদ্ধ।
মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বাংলানিউজকে বলেন, আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলা মেহেরপুর। কিন্তু ঐতিহ্যের দিক থেকে সবচেয়ে বড়। মেহেরপুর জেলায় মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। সংবিধানের সূত্রপাতও এখান থেকে। বাংলাদেশের স্বাধীনতার সুতিকাগার মেহেরপুর। যার কারণে দেশে তো বটেই, বিদেশেও এ জেলার গুরুত্ব অনেক।
** বিজ্ঞানে উচ্চ শিক্ষার সুযোগ নেই মেহেরপুর সরকারি কলেজে
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমআরএম/আরআইএস/জেডএম