ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ২০, ২০১৭
গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

গাইবান্ধা: গাইবান্ধায় চার বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হারুন অর রশিদ (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (২০ মে) বিকেলে সদর উপজেলার জগৎরায় গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। হারুন ওই গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে প্রতিবেশী ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে ধর্ষণের চেষ্টা করে হারুন। পরে শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী হাতেনাতে তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) মমিরুল হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় হারুনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া অসুস্থ শিশুটিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।