ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ভান্ডারিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
ভান্ডারিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২০ মে) সকালে উপজেলার মধ্য ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চাঁন মিয়া, রুহুল আমিন, মো. খলিলুর রহমান আকন (৫৫), হায়দার আকন (৩২), রুমি (৪৫), শাহনাজ (৩০), সাকায়েত (৬০) ও রুবি বেগম (৩০)।

বাকি দুই জনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, ধাওয়া গ্রামের চাঁন মিয়া ও তার ভাই রুহুল আমিনের সঙ্গে প্রতিবেশী মো. খলিলুর রহমান আকন ও তার চাচাতো ভাই সোহরাব আকনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভায়পক্ষের ১০ জন আহত হন।

ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।