ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ মে) বিকেল ৩টার দিকে ইউপি মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বাজেটের বিভিন্ন খাত উল্লেখ করে ৩ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক হাসান আসকারী, মুক্তিযোদ্ধা আজিজুল হক, অ্যাডভোকেট তাইবুর রহমান, ছানাউল্লাহ মিয়া, প্যানেল চেয়ারম্যান শাহিনা আকতার, সচিব মেহের উল্লাহ, সাজেদা বেগম, পারভীন সুলতানা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফারুক মিয়া, বাদশা মোল্লা, এমরান হোসেন, জাহিদ খন্দকার ও কাউছার প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।