ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মে ২০, ২০১৭
আত্রাইয়ে বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে)  উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোখলেছুর রহমান।

পাত্র-পাত্রীর বয়স নিশ্চিত হওয়া, বিয়ে সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ, পাত্র-পাত্রীর বয়স নিশ্চিত হয়ে বিয়েস্থলে গমন, আইনানুগভাবে বিয়ে না পড়ানোর শাস্তিসহ বেশ কিছু আইন সংক্রান্ত বিষয়ের ওপর মসজিদের ইমাম, মাওলানা, বিবাহ নিবন্ধকসহ বিভিন্ন পেশার লোকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


 
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আব্দুল মান্নান মোল্লা, ইমাম হাফেজ আব্দুল মুমিন, মুফতি হুসাইন আহমদ, হিন্দু বিবাহ নিবন্ধক পরানশীল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, মে ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।