শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ফেরীঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওলিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে চেক লুঙ্গি ও গায়ে বেগুনী রঙের শার্ট রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরএ