শনিবার (২০ মে) ভোলা জেলা পুলিশ সুপারের মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন ১৪ জন গুণী শিল্পীদের মধ্যে ‘পুলিশ সুপার পদক-২০১৭’ তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার সাইফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ ও পদকপ্রাপ্ত পারভীন আখতার, চেম্বার অব কমার্সের পরিচালক মো. সফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস-উল-আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে হলে সাংস্কৃতি চর্চার কোনো বিকল্প নাই। তাই সাংস্কৃতি চর্চাকে আরো এগিয়ে নিতে পুলিশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিল্পীরা আরো উৎসাহ নিয়ে আগামীতে কাজ করবেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২০, ২০১৭
এনটি