ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২০, ২০১৭
ঢামেকে চিকিৎসাধীন বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নির্মাণ শ্রমিক শাহ আলম (৪০)। রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

শনিবার (২০ মে) বিকেলে মারা যান শাহ আলম।

শাহ আলম বরিশাল জেলার মুলাদি উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের আ. রহমান ব্যাপারীর ছেলে।

তিনি শ্যামলীর মেহেদিবাগ এলাকায় ভাড়া থাকতেন।

শাহ আলমের ছোট ভাই নুর ইসলাম বাংলানিউজকে বলেন, আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় বাবুল মিয়ার দোতলা বাড়িতে রড দিয়ে কাজ করার সময় শুক্রবার (১৯ মে) বিকেল ৩টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মে ২০, ২০১৭
এজেডএস/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।