শনিবার (২০ মে) বিকেলে উপজেলার কলমা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কর্নলাল ওই গ্রামের শাবু দাসের ছেলে।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের সাঈদ বাংলানিউজকে জানান, বিকেলে বৃষ্টির মধ্যে হাওরে জমি দেখতে গিয়েছিলেন কর্নলাল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকায় বজ্রপাতে পারভিন (১১) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরবি/