শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর পঞ্চবটি এলাকার পদ্মনদী থেকে মরদেহটি উদ্ধার করে সদর দমকল বাহিনীর ডুবুরিরা।
এর আগে শনিবার সকাল থেকে তাকে উদ্ধারে পদ্মানদীতে তল্লাশি শুরু করে দমকল বাহিনীর ডুবুরি ইউনিট।
অনি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বগুড়ার লষ্করপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইফুল ইসলাম। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন।
দমকল বাহিনীর বিভাগীয় উপ-পরিচালক নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় তাদের জানানো হয়েছে। কিন্তু সেসময় তাদের ডুবুরি ইউনিট সিরাজগঞ্জে ছিল বলে অভিযানে দেরি হয়।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকেলে অনি ও তার তিন বন্ধু মিলে চর পার হয়ে পদ্মানদীতে যান। অতিরিক্ত গরম পড়ায় তারা পদ্মানদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে ঝড় উঠে। ঝড়ের কবলে পড়ে তারা গভীর পানিতে তলিয়ে যান।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসএস/আইএ