শনিবার (২০ মে) সকাল ঘণ্টাব্যাপী উত্তর বাজার সড়কে পুরাতন রাজস্ব অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রেজাউল করিম রতন, ব্যবসায়ী আবু মো. ফরিদ, প্রভাষক মো. নজরুল ইসলাম বাবু, অরুন কর্মকার প্রমুখ।
বক্তারা বলেন, গত এক মাসে শহরে দৈনিক ৮ থেকে ১০ ও গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যহত হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। নিয়মিত বিল পরিশোধ করেও গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেন না। এ অবস্থা কেন হচ্ছে, তা উচ্চপর্যায়ে তদন্ত হওয়া দরকার। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ২০, ২০১৭
এনটি