বরখাস্তকৃতরা হলেন- ঘটনার রাতে সিলেটের জৈন্তাপুর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ও হাজতে দায়িত্ব পালনকারী কনস্টেবল আখতার হোসেন।
জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে থানা হাজতে মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বাবুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় কর্তব্য অবহেলার দায়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
স্ত্রী নাসরিন ফাতেমার মামলায় বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হন নজরুল। পরদিন শুক্রবার সকালে থানা হাজত থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম উপজেলার চিকনাগুল প্রথমখন্ড খরাগড় গ্রামের আব্দুল জলিলের ছেলে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনইউ/জেডএস