শনিবার (২০ মে) দুপুরে উপজেলার হরিপুর আর্দশ গ্রামের আশুডার বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহহ শিশু জান্নাতুল ওই এলাকার মো. মজিবর রহমানের মেয়ে।
দিনাজপুর নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভ্রত কুমার রায় বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশে আশুড়ার বিলে খেলাধুলা করছিলো শিশু জান্নাতুল। এক পর্যায়ে তাকে না পেয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেন বাড়ির লোকজন। দুপুরে ওই বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ দাফন কাজ করতে পাঁচ হাজার টাকা অনুদান দেন বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসআরএস/জেডএস