রোববার (২১ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের কাজলকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জসিম ওই এলাকার খোরশেদ মোল্লার ছেলে।
মৃত জসিমের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে জানান, শনিবার (২০ মে) রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল এলে ঘর থেকে বেরিয়ে যান জসিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা।
পরে রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ভূট্টা ক্ষেতে গলাকাটা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরবি/