রোববার (২১ মে) বেলা ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ কর্মসূচি আয়োজিত হয়।
মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, ব্রজমোহন (বিএম) কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহ শাজেদা প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাবেয়া খাতুন বলেন, দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। সুষ্ঠু বিচারের অভাবে এই হার উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএস/এমজেএফ