রোববার (২১ মে) সকাল ১১টায় পৌর শহরের ফায়ার সার্ভিস সড়কে বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি কিছু দূর যেতেই পুলিশ তাতে বাধা দেয়।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপূরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, কৃষক দলের সভাপতি রুস্তুম আলী চাষী, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল ও যুবদল নেতা রবিউল হোসেন তুহিন।
বিএনপির কার্যালয়ে তল্লাশি ও সিসি ক্যামেরা ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের ঘটনায় সরকারের ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠেছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমএস/এমজেএফ