ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

জাতীয়

এনবিআর’র সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনবিআর’র সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকা: অর্থমন্ত্রীর বক্তব্য ও বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন বিড়ি শ্রমিকরা। 

রোববার (২১ মে) সকাল ৯টায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েক হাজার বিড়ি শ্রমিক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

 

বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, বরিশাল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি লোকমান হোসেন ও পাবনা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি হারিক হোসেন।  

বক্তারা বলেন, বৈষম্যমূলক শুল্কনীতির ফলে গত কয়েক বছরে লাখ লাখ বিড়ি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বন্ধ হয়েছে শতাধিক কারখানা। বেকার হওয়া এসব শ্রমিকের বেশির ভাগই নদী ভাঙন এলাকার হত দরিদ্র মানুষ। এদের বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না করে প্রতি বছর বাজেটে বিড়ির ওপর শুল্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে মালিকরা চালাতে না পেরে কারখানা বন্ধ করে দিচ্ছেন। বেকার হচ্ছেন আরো শ্রমিক।  

বাজেটে সিগারেটের ওপর নামমাত্র শুল্ক বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।  

তারা অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে বৈষম্যমূলক কর নীতির নিন্দা জানান।  

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক না বসানোর আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।