সৈয়দপুরে আকস্মিক ঝড়ে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি-ছবি: বাংলানিউজ
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আকস্মিক ঝড়ে ইরি-বোরো ধান, ভূট্টা ও গাছপালা এবং বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২০ মে) রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ ঝড় প্রায় ১০ মিনিট স্থায়ী হয়। এতে শহর ও গ্রাম এলাকায় প্রচুর গাছপালা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ।
পরে সৈয়দপুর দমকল বাহিনীর কর্মীরা ভেঙে পড়া গাছপালা সরিয়ে নিলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
উপজেলার কামারপুকুর, বাঙালিপুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর ও বোতলাগাড়ি ইউনিয়নে উঠতি ইরি-বোরো ধান মাটিতে নেতিয়ে পড়ে। বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়াও কাঁচা ঘরবাড়ির ক্ষতি এবং কয়েকটি ঘরের টিনের চালা উড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।