রোববার (২১ মে) সকাল ১১টায় নগরের সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সামেন এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশে এখন এক দলীয় দুঃশাসন ও দুর্নীতি চলছে। আইন বিভাগ, বিচার বিভাগ আর নির্বাহী বিভাগের মধ্যে মিল নেই। স্বাধীনতার চেতনাই হলো গণতন্ত্র, যা আজ কোথায়ও নেই। একারণেই বিএনপির নেত্রী খালেদা জিয়ার অফিসে তালা ভাঙে পুলিশ। এটা জনগণ ভালোভাবে নেয়নি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা দক্ষিণ বিএনপির সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন প্রমুখ।
সমাবেশে যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২১ ২০১৭
এমএস/এমজেএফ