ফলে রোববার সকাল থেকে বিভাগীয় শহর রাজশাহীসহ উত্তরের ১৬ জেলা থেকে কোনো পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ ছেড়ে যায়নি।
রোববার সকাল ৬টা থেকে পরিষদের রাজশাহী অঞ্চলের নেতারা কর্মবিরতিতে গেছেন।
উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহীর সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম বাংলানিউজকে জানান, সাত দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। এ কারণে রোববার সকাল থেকে রাজশাহীতে সব ধরনের পণ্যবাহী ট্রাক-ট্যাংকলরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।
উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহীর যুগ্ন-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, অবৈধ যান চলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং ২০১৭ সালের সড়ক দুর্ঘটনা নিয়ে খসড়া আইন বাতিলসহ সাত দফা দাবিতে আজ থেকে তারা কর্মবিরতি পালন শুরু করছেন। নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মেনে নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এ নেতা।
এর আগে গত ১৩ মে (শনিবার) বগুড়া প্রেসক্লাবে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সাত দফা দাবি বাস্তবায়নে দু’দিনের কর্মবিরতির ডাক দেওয়া হয়। পাশাপাশি তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে সংশ্লিষ্টদের সময় দেওয়া হয়। কিন্তু দাবি পূরণে সাড়া না পাওয়ায় তারা কর্মবিরতিতে গেছেন।
ওই দিনের সংবাদ সম্মেলনে সাত দফা দাবি সম্পর্কে বলা হয়, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ ভ্যানের কাগজপত্র ও ড্রাইভিং চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে সব ধরনের পুলিশি হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আদেশ প্রত্যাহার করতে হবে।
এছাড়া ২০১৭ সালে মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ব্রিজ স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ ও নতুন ড্রাইভিং ও হেভি লাইসেন্স সহজ শর্তে দেওয়ার দাবি রয়েছে তাদের।
এসব দাবিতে গত বছরের ডিসেম্বর মাসেও প্রথমবারের মতো দু’দিনের কর্মবিরতি পালন করা হয়। ওই সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিআইজি এসব দাবির সঙ্গে একমত পোষণ করেন। তারা বলেছিলেন, বিষয়টি আইন সংস্কারের। তাই মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই সময় কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৭
এসএস/জেডএস