সোমবার (২২ মে) দুপুরে উপজেলার বাদামতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত কিরণ উপজেলার চর সোনাপুর এলাকার খুরশিদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২১ মে (রোববার) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি গ্রামের এক বাড়িতে ঢুকে জোরপূর্বক স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ করে কিরণ। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই ধর্ষককে আটক করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামালার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২২ মে, ২০১৭
এসএইচডি/জিপি/এমজেএফ